প্রাথমিকে বৃত্তি’র ফল পুনঃযাচাই হবে, সংশোধনী প্রকাশ ১ মার্চ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, কোডিং এর সমস্যা হওয়ার কারণে প্রাথমিকের প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে। সংশোধিত ফল বুধবার (১ মার্চ) প্রকাশিত হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, ফলে সমস্যা হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ড. উত্তম কুমার দাশ বলেন, বৃত্তি পরীক্ষার ফলে পরিবর্তন আসবে। পরীক্ষার ফলে কোডিং সংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। এটি খুব ছোট সমস্যা। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়। ফল পুনঃযাচাই করে বুধবার (১ মার্চ) পুনরায় প্রকাশ করা হবে।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের চার ঘণ্টা পর সেটি স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ই-মেইল পাঠানো হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ