ডেস্ক রিপোর্ট: সাংবাদিক একে জামান প্রবাসী বাংলাদেশীদের আইনি সহায়তা সহ নানা ধরনের সহযোগিতা করে যাচ্ছেন ন্যাশনাল কাফের মাধ্যমে। এবার তিনি উদ্যোগ গ্রহন করেছেন প্রবাসী বাংলাদেশীদের ড্রাইভিং লাইসেন্সসহ একাধিক কোর্সের। একে জামান বলেন, প্রবাসী বাংলাদেশীদের আইটি সহ নানা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতেই তার এই উদ্যোগ।
রোমের লারগো প্রেনেসটিনাতে শুরু হতে যাচ্ছে এই
ন্যাশনাল এ্যাডুকেশন সেন্টারের অফিসিয়াল কার্যক্রম। জনাব জামান বলেন,
আর তাই আমাদের প্রয়োজন জরুরী ভিত্তিতে
অনলাইন এবং অফলাইন (রোম+অন্যান্য শহরের ক্লাস রুমে) শিক্ষক বা কোর্স গাইড
কোর্স সমূহ:
– ইতালীয়ান ভাষা শিক্ষা কোর্স (বেসিক/এটু/বিওয়ান)
– ইতালীয়ান ড্রাইভিং লাইসেন্স কোর্স
– বেসিক কমপিউটার এবং ইন্টারনেট কোর্স
– ইমিগ্রেশন অপারেটর কোর্স
– পবিত্র কোরআন শিক্ষা কোর্স
– ইংরেজী ভাষা শিক্ষা কোর্স
– ট্রাভেল এবং ভিসা অপারেটর কোর্স
– মাল্টি সার্ভিস অপারেটর কোর্স
আগ্রহী প্রার্থীদের প্রফেশনাল ট্রেনিং দেয়া হবে । কোর্স এবং ক্লাস অনুযায়ী সম্মানী প্রদান করা হবে।
যোগাযোগ
এ কে জামান
পরিচালক, ন্যাশনাল এড্রকেশন সেন্টার
রোম, ইতালী
মোবাইল- 3791337799 / 3505550111