প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির কমিটি অনুমোদনের পর নেতাদের ব্যস্ততা বেড়েছে

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে লিখিতভাবে দায়িত্ব দেবার পর থেকেই এই দুই নেতার ব্যস্ততা বেড়েছে ঢাকায়। তারা খুব শিগগিরই ইতালিতে ফিরবেন।আর তাই শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা সাক্ষাতে সময় পার করছেন তারা। মঙ্গলবার এই দুই নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডির ৩ নম্বরে দলের কেন্দ্রীয় নেতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সাথে দেখা করেন। এ সময় তিনি আওয়ামী লীগ পরিচালনায় কিছু দিকনির্দেশনাও দেন তাদের।এর আগে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক, ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রসূচি কমিটির আহ্বায়ক এবং এন আর বি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জি এম কিবরিয়ার কার্যালয়ে তার সাথে দেখা করেন। সূত্র জানায় ইতালি আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে কিছু পরামর্শ দেন জনাব কিবরিয়া। এ সময় ইটালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খানও উপস্থিত ছিলেন।
ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকেই কেবল নেত্রী অনুমোদন দিয়েছেন। তারা এখানে আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সরাসরি দলীয় প্রধানের কাছ থেকে দায়িত্ব পেয়েছেন। এর আগে যাই কিছু ঘটুক না কেন, মাহতাব- আলমগীরের গঠন করা কমিটিই চূড়ান্তভাবে গ্রহণযোগ্যতা পাবে।
এদিকে ইতালীর রাজধানী রোমে কতিপয় হাইব্রিড নেতা কাউকে কাউকে অনেক বড় দায়িত্ব দিচ্ছেন বলে অপপ্রচার চালানো হচ্ছে। ওই শিস নেতার আচরণে সাধারণ কর্মী সমর্থকরা বিরক্ত বলে জানা গেছে ঢাকা থেকে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত দুই নেতা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও আলমগীর হোসেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে রোমে দলীয় কর্মীরা মনে করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক ইতালিতে ফেরার পর বর্ণাঢ্য অভিষেকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ