ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি হাদিউল ইসলাম হাদীর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় যোগ দিতে সংগঠনের তৃতীয় গ্রুপ যাচ্ছে আজ। সকাল সাড়ে দশটার
একটি ফ্লাইটে তারা রওনা দেবেন। এর আগে গতরাতেও আরেকটি টীম বেলজিয়ামের উদ্দেশ্যে রোম ত্যাগ করেছে।
ইতিপূর্বে ইটালি আওয়ামীলীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে একটি বড় টিম বেলজিয়ামে গমন করে। তারা সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ইউরোপের অন্যান্য দেশের নেতাকর্মীদের সাথে ভিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
এখানে আওয়ামীলীগের সহ-সভাপতি হাদিউল ইসলাম হাদী জানান, তাদের এই টিম সহ মোট ৩৫ জন দলীয় নেতাকর্মী বেলজিয়ামে একত্রিত হবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন বলে জানান তিনি। এই প্রতিনিধি দলে বাবু ঢালী, সোহেল বকশীসহ অন্যান্যরা রয়েছেন
