ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিনের ইরান সফরের আগেই বেশ কয়েকজন রুশ কর্মকর্তা ইরানের একটি বিমানঘাঁটি সফর করেছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মতে, হামলা চালাতে সক্ষম ড্রোন পর্যবেক্ষণ করতেই সম্প্রতি রুশ কর্মকর্তারা এই তেহরান সফর করেছেন।
এ ব্যাপারে জ্যাক সুলিভান এক বিবৃতিতে জানান, আমরা জানতে পেরেছি সম্প্রতি রুশ প্রতিনিধি ইরানের আক্রমণে সক্ষম ড্রোন পর্যবেক্ষণ করেছে… আমাদের জানা মতে, এই প্রথমবারের মতো একটি রাশিয়ান প্রতিনিধিদল এই ধরনের পর্যবেক্ষণের জন্য ইরানের বিমানঘাঁটি পরিদর্শন করেছে।
ওয়াশিংটন চলতি সপ্তাহের শুরুর দিকে জানিয়েছিল, ইরান রাশিয়াকে কয়েকশ’ ড্রোন সরবরাহ করার জন্য প্রস্তুত করছে এমন তথ্য তাদের কাছে আছে। এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন অস্ত্র বহনে সক্ষম। তেহরান রুশ বাহিনীকে এসব ড্রোন ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব দাবি অস্বীকার করেছেন।