পুতিন শিগগিরই আপস করবেন, বিশ্বাস জেলেনস্কির

হামলা অব্যাহত থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপস করবেন। তিনি হামলা থেকে সরে আসবেন।  ইউক্রেনের প্রতিরোধের মুখে পুতিন আপস করবেন বলে আশাবাদী জেলেনস্কি।

কিয়েভ থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আলজাজিরার।

জেলেনস্কির ভাষ্য, আমার বিশ্বাস তিনি আপস করবেন।  আমরা শক্তিকে কম নই দেখে তিনি হামলা থেকে সরে দাঁড়াবেন।

কীভাবে যুদ্ধ বন্ধ হতে পারে-এমন প্রশ্নে তিনি বলেন, একমাত্র আলোচনাই পারে এ যুদ্ধ থামাতে।

এ সময় তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুতিনকে বিশ্বাস করেন কিনা? জবাবে জেলেনস্কি বলেন, বিশ্বাস? কোনোভাবেই নয়। আমি শুধু আমার পরিবারকে বিশ্বাস করি।

ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয় পুতিনের প্রতি তার কোনো বার্তা আছে কিনা? তখন জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধ করুন। আলোচনা শুরু করুন। এতটুকুই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ