পুতিনের সব আশা ‘দুঃস্বপ্নে’ পরিণত হয়েছে

যুক্তরাজ্যের সাবেক সেনাপ্রধান বলেছেন, যুদ্ধ শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট যা ভেবেছিলেন, বর্তমানে ইউক্রেনে তার উল্টোটা হচ্ছে।

জেনারেল লর্ড রিচার্ড ডানেট গণমাধ্যম স্কাই নিউজের একটি অনুষ্ঠানে বলেছেন, বর্তমানে ইউক্রেনে রুশ সেনারা যা করছে, সে পরিকল্পনা পরবর্তীতে করা হয়। তারা ভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কারণ ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে কোনো সহজ জয় তারা পাচ্ছে না।

এ ব্যাপারে জেনারেল লর্ড রিচার্ড ডানেট বলেন, আমি মনে করি ভ্লাদিমির পুতিন যা ভেবেছিলেন বর্তমানে তার উল্টোটা হচ্ছে যুদ্ধে। এটা সম্ভবত তার সবচেয়ে খারাপ পরিস্থিতি। সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন।

তিনি আরও বলেন, যদি আমরা ছয় মাস আগে ২৪ ফেব্রুয়ারির দিকে যাই, তার মাথায় যা ছিল এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে আশঙ্কা করছিল, সেটি হলো বেলারুশ থেকে বিদ্যুৎ গতিতে রাজধানী কিয়েভে হামলা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে হটিয়ে দেওয়া হবে, কিয়েভের সরকার পরিবর্তন করে ফেলা হবে এবং ইউক্রেন রাশিয়ার অধীনে চলে আসবে।

অবশ্যই, তা হয়নি। তার মনে বর্তমানে রুশ সেনারা যা করছে তা তাদের পুনঃনির্ধারণ করতে হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ