পুতিনের বিচার করতে চায় ইউক্রেন

ছয় মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এ যুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শীর্ষ সেনা কমান্ডারদের বিচার করতে চায় ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান আন্দ্রি স্মিরনভের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। যেটি রাশিয়ার আগ্রাসনের অপরাধ তদন্ত করবে।

আগ্রাসনের অপরাধ কথাটি ২০১০ সালে রোম সংবিধিতে সংজ্ঞায়িত হয়। তবে রোম সংবিধিতে ইউক্রেন ও রাশিয়া কেউই সমর্থন করে না।

এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত করছে।

আন্দ্রি স্মিরনভ বলেন, এই আদালত ইউক্রেন যুদ্ধ যিনি শুরু করেছেন তার ও বাকি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার একমাত্র উপায়। আগামী বছরই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ