পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর ফায়র সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: রেজওয়ান এবং পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার কিছু আগে পিরোজপুর থেকে ইন্দুরকানীর কলারণের উদ্দেশে ৩১৭ ক্রমিকের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। পথে ঝাউতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে বাসটি মোটরসাইকেল ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে একটি গাছের সাথে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। পিরোজপুর সদর হাসপাতালে নেবার পর আরো তিনজন মারা যায়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে খাইরুল, নাঈম, হেমায়েত ও স্বপনের নাম জানা গেছে। বাকি তিনজনের লাশ এখনো শনাক্ত হয়নি।