পিকনিকের জন্য হাঁস কিনে ফেরার পথে প্রাণ গেল শিক্ষার্থীর

নওগাঁর সাপাহারে পিকনিকের জন্য হাঁস কিনে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিয়াম আহমেদ নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিয়াম সাপহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের গোলাম আজমের ছেলে এবং সাপাহার আল হেলাল ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সিয়ামসহ তিন বন্ধু উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের হাঁস কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সবাই রাস্তার উপরে ছিটকে পড়ে। এ সময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎস্যার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ওসি আল মাহমুদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ