সুইডেনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্রেটস রোববার ঘোষণা দিয়েছে, সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে সমর্থন জানায় তারা।
দলটি জানিয়েছে, সোশ্যাল ডেমোক্রেটস পার্টির বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করবে।
কিন্তু দলটি সুইডেনে কোনো পারমাণবিক অস্ত্র ও ন্যাটোর কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন চায় না।
এ ব্যাপারে বিবৃতিতে দলটি বলেছে, সোশ্যাল ডেমোক্রেটস দল নিশ্চিত করবে, যদি সুইডেনের আবেদন ন্যাটো গ্রহণ করে তাহলে, সুইডেনে কোনো পারমাণবিক অস্ত্র এবং কোনো স্থায়ী ঘাঁটি স্থাপন যেন না হয়।
এদিকে সুইডেন গত ২০০ বছর যাবত সামরিক ক্ষেত্রে নিরপেক্ষ দেশ হিসেবে রয়েছে। তারা কোনো বৈশ্বিক দ্বন্দ্বে জড়ায় না।
তবে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এ অবস্থান থেকে সরে এসেছে সুইডেন।
দেশটির জনগণও চায় সুইডেন ন্যাটোতে যোগ দিক কারণ এতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে।
তবে অনেকে আবার এটির বিরুদ্ধেও রয়েছে। কারণ ন্যাটোতে যোগ দিলে নিরপেক্ষ ও শান্তি প্রিয় থাকার যে একটি আলাদা খ্যাতি তাদের ছিল সেটি থাকবে না।
সূত্র: বিবিসি