‘পাকিস্তানে শেখ হাসিনার প্রশংসার ঝড়, অথচ ফখরুলদের মন খারাপ’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘পাকিস্তানই ভালো ছিল’ মন্তব্য করে প্রমাণ করেছেন, তিনি ও তার দল পাকিস্তানের এজেন্ট।

শনিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, দেশের কৃষক ও মানুষ ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে বলে অনেকের মন খারাপ। সমগ্র পৃথিবী আজকে বাংলাদেশের প্রশংসা করছে। এমনকি পাকিস্তানও প্রশংসা করছে। তারপরও অনেকের মন খারাপ। সেই দলের নেতা হচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব রানার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী আমাদের প্রশংসা করেছেন বারবার। পাকিস্তানের টেলিভিশনে আলোচনায় শেখ হাসিনার প্রশংসার ঝড় উঠে। অথচ ফখরুলদের মন খারাপ হয়।

সম্মেলনে বক্তব্য দেন- কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি আবদুল মান্নান তালুকদার ও সম্পাদক আয়ুব রানাকে পুনরায় তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। পুলিশ ও জনগণের ওপর হামলার পরিবর্তে তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ