পাকিস্তানে ইমরান খানের বক্তব্য লাইভ সম্প্রচার নিষিদ্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের লাইভ সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার হওয়া ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলের সঙ্গে বিরূপ আচরণের জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে শনিবার ইসলামাবাদের একটি সমাবেশ থেকে মামলা করার হুমকি দেন ইমরান খান।

এর পরই পিইএমআরএ শনিবার এক বিবৃতিতে জানায়, বারবার সতর্ক করার পরও টেলিভিশন চ্যানেলগুলো ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের’ বিরুদ্ধে বক্তব্য সম্প্রচার বন্ধ করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার বক্তব্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ করে যাচ্ছেন বলে লক্ষ্য করা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, তার এসব বক্তব্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্ষতিকর। এতে জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে।

ইমরান খানের বক্তব্য সংবিধানের ৯১ ধারা ও গণমাধ্যমের আচরণবিধির লঙ্ঘন বলেও বিবৃতিতে জানিয়েছে পিইএমআরএ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ