‘পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু চীন’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার বলেছেন, চীনের কাছ থেকে পাকিস্তান কোনো অর্থনৈতিক সাহায্য চায় না। এর বদলে চীনের কাছ থেকে বিনিয়োগ চান তারা।

তিনি আরও বলেছেন, পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো চীন।

পাকিস্তানে বিনিয়োগ করা চীনের কোম্পানিগুলোর সঙ্গে একটি আলোচনায় দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক অনেক গভীর।

তিনি জানান, পাকিস্তানে দারিদ্র বিমোচনে চীনকে অনুকরণ করবেন তারা। গত তিন দশকের মধ্যে দারিদ্র বিমোচন করে চীন যেভাবে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে সেটি প্রশংসা পাওয়ার যোগ্য। পাকিস্তানও এখন চীনের মতো হতে চায়।

পাকিস্তানে চীনকে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে শাহবাজ শরীফ বলেন, এটির জন্য চীনের কাছ থেকে পাকিস্তানের সত্যিকারের সাহায্য প্রয়োজন। টাকা, অর্থনৈতিক না, পাকিস্তানের প্রয়োজন বিনিয়োগ, ব্যবসা ও অভিজ্ঞতা।

এরপরই তিনি বলেন, চীন হলো পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। পাকিস্তানে চীনের বিনিয়োগের কারণেই এখন দেশে কোনো লোডশেডিং নেই।

সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ