পাঁচ দিনে রাশমিকার থাম্মার আয় ১৪৭ কোটি টাকা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এখন বলিউডেও আলোচনার কেন্দ্রে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তিনি যেন হয়ে উঠেছেন নতুন প্রজন্মের প্রিয় মুখ। সেই ধারাবাহিকতায় এবার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা নিয়ে হাজির হয়েছেন রাশমিকা। দীপাবলি উপলক্ষে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য সরপতদার পরিচালিত ছবিটি। তার বিপরীতে রয়েছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা।

মুক্তির আগেই আলোচনায় আসে সিনেমাটি। কয়েক দিন আগে প্রকাশিত ‘পয়জন বেবি’ গানে রাশমিকার সঙ্গে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন মালাইকা আরোরা। সচিন–জিগর, জেসমিন স্যান্ডলাস ও দিব্যা কুমারের কণ্ঠে গাওয়া গানটিতে রাশমিকা-মালাইকার নাচে মুগ্ধ দর্শকরা। এ ছাড়া আয়ুষ্মানের সঙ্গে রাশমিকার রোমান্টিক গান ‘তুম মেরে না হুয়ে’ও ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ৩১টি হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনের আয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘থাম্মা’। শীর্ষ তিনে আছে-‘ছাবা’ (২৯ কোটি রুপি), ‘ওয়ার টু’ (২৮ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির পাঁচ দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ৯৪.২ কোটি রুপি (গ্রস)। বিদেশি বাজারে আয় ১১.৩ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১০৫.৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৭ কোটি ১৯ লাখ টাকা।

‘থাম্মা’ ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের সর্বশেষ সংযোজন। ১৪০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি ইউ/এ ১৬+ রেটিং পেয়েছে। দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড।

সিনেমার গল্প সম্পর্কে আয়ুষ্মান খুরানা বলেন, ‘এ ছবিটি ভারতীয় পুরাণ ও লোককথা থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা গল্পের দিকে তাকাই, অথচ আমাদের সংস্কৃতিতে এমন অনেক কিংবদন্তি আগে থেকেই আছে। এটি আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রকল্প, যেখানে আমি অভিনয় করছি ‘বেতাল’ চরিত্রে-এক ভারতীয় লোককথার প্রেতাত্মা। সিনেমাটিতে হরর নয়, বরং কমেডি, রোমান্স আর অ্যাকশনের মিশেল রয়েছে।’

অন্যদিকে রাশমিকা মান্দানা ভ্যারাইটিকে বলেন, ‘গল্পটা শুনেই বুঝেছিলাম, এটি অন্য রকম কিছু হতে যাচ্ছে। এই ইউনিভার্সের অংশ হতে আমি শুরু থেকেই দারুণ আগ্রহী ছিলাম। চরিত্রগুলোর শিকড় পুরোপুরি ভারতীয় সংস্কৃতিতে গাঁথা।’

আয়ুষ্মান ও রাশমিকার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে মালাইকা আরোরা, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, সত্যরাজ ও পরিচালক অমর কৌশিককে।

মুক্তির পর থেকেই হরর–কমেডি, রোমান্স ও পুরাণঘেঁষা গল্পের অনন্য মিশেলে ‘থাম্মা’ দর্শকদের মন জয় করেছে। পাঁচ দিনে ১৪৭ কোটি টাকার আয়ই যেন তার প্রমাণ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ