পাঁচ দিনের ছুটির ফাঁদে দেশ

টানা পাঁচ দিনের ছুটির ফাঁদে আটকা পড়েছে দেশ। বুধবারের সরকারি ছুটিকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ দুর্গাপূজার বিজয়া দশমীর সরকারি ছুটি। কাল বৃহস্পতিবার অফিস খোলা। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবির ছুটি।

এর ফলে মাঝখানে একদিন বৃহস্পতিবার অনেকে ছুটি নিয়েছেন। ফলে বুধবার থেকে রোববার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে খোঁজ নিয়ে জানা যায়, অনেকে পদ্মা সেতু হয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছেন। ঈদেও এ রকম ছুটি কাটানোর সুযোগ অনেক সময় মেলে না। যারা ছুটি নিয়েছেন, তাদের অনেকে মঙ্গলবার বিকালে ঢাকা ছেড়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ