পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত

অধিকৃত পশ্চিমতীরে রোববার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন।

হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা। খবর আলজাজিরার।

এদিকে ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেবরন শহরে সীমান্ত এলাকায় এক নারী ইসরাইলি এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ওই নারী প্রাণ হারান।

এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। রোববার জেরিকো ও তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ