পলাতক আসামিদের নিয়ে জন্মদিন পালন করা ওসি প্রত্যাহার

কেক কেটে পলাতক আসামিদের সঙ্গে জন্মদিন পালন করেন কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। বৃহস্পতিবার দুপুরে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ওসি মুহাম্মদ ওসমান গণি ২ মার্চ জন্মদিন উপলক্ষে অফিস কক্ষে (চকরিয়া থানায়) কেক কেটে জন্মদিন পালন করেন। তখন তার পাশে চকরিয়া থানার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহাব মাহমুদ ওরফে রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই চকরিয়া থানার দায়িত্ব থেকে ওসি মুহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।

জানতে চাইলে ওসি মুহাম্মদ ওসমান গণি গণমাধ্যমকে বলেন, ভুল হয়ে গেছে। ভবিষ্যতে সুন্দরভাবে কাজ করার জন্য সবার সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ