পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

স্বপ্নের পদ্মা সেতুতে অবৈধ পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেটকার চালক ফখরুল আলমকে ১ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর উপর ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন।

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং অবৈধ, তাই প্রাইভেটকার চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদ্মা সেতুতে গাড়ি পার্কিং না করায় তাকে সতর্ক করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ