পঞ্চগড়ে নৌকা ডুবি : নিহতের সংখ্যা বেড়ে ২৫

পঞ্চগড় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জনের বেশি। মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রোববার দুপুরে জেলার বোদার মাড়েয়া আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ২৫টি লাশগুলো বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থলে রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার কথা নিশ্চিত করেছেন। এছাড়া জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা উপজেলার পাচপীর, ব্যাংহাড়ি, মাড়েয়া এ সব এলকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি এক পাশে উল্টে যায়। ফলে সব যাত্রী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার এখনো চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ