ন্যাটোর ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ বাড়ানোর সিদ্ধান্ত কিসের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ সোমবার জানিয়েছেন, তারা তাদের ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’-এর সংখ্যা ৪০ হাজার থেকে ৩ লাখে বাড়াবেন।

কুইক রিঅ্যাকশন ফোর্স হলো ন্যাটো সেনাদের একটি ইউনিট। যারা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা বা কোনো হামলা চালালে সেটির জবাব দিতে সক্ষম।

হঠাৎ করে কুইক রিঅ্যাকশন ফোর্সের সেনার সংখ্যা বাড়ানো কিসের ইঙ্গিত?

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ন্যাটোর এমন ইচ্ছা ইঙ্গিত দিচ্ছে, রাশিয়া ইউক্রেনে হামলা করায় বর্তমানে ‘অনিশ্চিত সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে ন্যাটো।

এদিকে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, এ সপ্তাহে স্পেনের মাদ্রিদে ন্যাটোর যে সামিট হবে সেটি হবে রুপান্তরকারী।

ন্যাটোর সদস্য বিশেষ করে রাশিয়ার কাছে অবস্থিত বাল্টিক অঞ্চলের এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড এবং সদ্যই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করা ফিনল্যান্ড-সুইডেন ঝুঁকিতে আছে।

তারা ন্যাটোর ইস্টার্ন প্রতিরক্ষায় ব্যাপক উন্নতি আশা করছে।যেখানে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ প্রস্তুত থাকবে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ