নিরাপত্তা পরিষদের সঙ্গে পুতিনের বৈঠক কাল

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, সোমবার (১০ অক্টোবর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে বৈঠক করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠকের ব্যাপারে পেসকোভ বলেছেন, কাল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন৷

রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলা হওয়ার পর নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন পুতিন৷ তবে এ বৈঠকে ব্রিজ নিয়ে আলোচনা হবে কিনা সেটি স্পষ্ট করে বলেননি পেসকোভ৷ তিনি বলেছেন, বৈঠক শেষে আমরা জানাব (কি নিয়ে আলোচনা হয়েছে)।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, নিরাপত্তা পরিষদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন প্রেসিডেন্ট। নিয়ম অনুযায়ী সপ্তাহ ভিত্তিতে এ বৈঠক হয়।

তবে নিরাপত্তা পরিষদের সঙ্গে পুতিনের এবারের বৈঠকটি আলাদা গুরুত্ব পাচ্ছে কারণ এমন সময় এটি হতে যাচ্ছে যখন রাশিয়ার গৌরব ১৯ কি.মি দীর্ঘ ক্রিমিয়া ব্রিজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ