গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া স্বাধীন নির্বাচন ব্যবস্থা সম্ভব নয়। স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
রোববার কালীগঞ্জ উপজেলায় জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে মাস্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান।
এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্ছু, কেন্দ্রীয় সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, ওমর ফরুক শাফিন, জেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, মো. হোসেন আরমান, খালেকুজ্জামান বাবলু, ইব্রাহিম প্রধান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা ও কালিগঞ্জ যুবদলের আহ্বায়ক মো. আলী নুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ দেশে আওয়ামী লীগকে বাক্শাল থেকে মুক্ত করে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।