নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মুমিনুল

ডারবান টেস্টে হারের জন্য দলের সিনিয়র ব্যাটসম্যানরাই দায়ী। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বোলাররা ভালো করলেও প্রত্যাশিত মানের ব্যাটিং হয়নি।

ব্যাটিং ব্যর্থতার কারণেই দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানের টার্গেট তাড়ায় ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানের বড় ব্যবধানে হারতে হয়।

দলের হারের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে দুই সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হককে। তারা প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি।

মুশফিক প্রথম ইনিংসে ফেরেন মাত্র ৭ রানে। আর দ্বিতীয় ইনিংসে তো রানের খাতাই খুলতে পারেননি।

একই অবস্থা অধিনায়ক মুমিনুল হক সৌরভের। প্রথম ইনিংসে শূন্যরানে আউট হওয়া বাংলাদেশের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে।

শুধু তাই নয়, সবশেষ ১০ ইনিংসে সাতবার দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি মুমিনুল। তারপরও নিজের ফর্ম নিয়ে মোটেও উদ্বিগ্ন নন তিনি।

মুমিনুল বলেন, নিজের ফর্ম নিয়ে আমি উদ্বিগ্ন নই। কোনোভাবেই আমার মনে হচ্ছে না, আমি খারাপ কোনো অবস্থায় আছি। কোনোভাবেই আমি উদ্বিগ্ন না। একটা ভালো ইনিংস খেললে আমার মনে হয়, আমি আমার ট্র‍্যাকে চলে আসব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ