নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিললো শিশুর গলাকাটা মরদেহ

নীলফামারী সদরে নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মো. শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে।

রোববার (৫মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের সরকারের মোড় বাইপাস রোড এলাকার একটি ধানক্ষেতে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এর আগে শনিবার সন্ধ্যায় ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় সে।

শাহরিয়ার শিহাব ওই এলাকার এরশাদুল হকের ছেলে। সে ছিলো নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে স্থানীয় টিভি মেকানিক হাসেন আলী তার জমিতে পানি দেওয়ার সময় মরদেহটি দেখতে পান।

এর আগের দিন সন্ধ্যায় ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে সদর থানায় জিডি করেন শিশুটির বাবা এরশাদুল।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুক্তারুল আলম। তিনি বলেন, শিশুটি শনিবার নিখোঁজ হয়েছিল। নিখোঁজের বিষয়ে শিশুটির বাবার রোববার সকালে একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ