নাপলী প্রতিনিধি: রোববার সন্ধ্যায় ইতালির নাপোলি শহরের সান জেন্নারো পৌরসভায় হাওলাদার রেস্টুরেন্টের
হল রুমে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির আলোচনা সভা ও কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমরান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ও এন,আর,বি ইসলামিক লাইফ ইন্সুইরেন্সের চীফ কনসালটেন্ট ড. মুফতি এম, এ আজিজ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম আক্তার লিটন, মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মামুন আলম মাহবুব, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান বাবলু, বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন,
মুকুল তালুকদার, নুরুল হক সিকদার,আব্দুস সালাম,আসলাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ মুজিবর, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানী, দপ্তর সম্পাদক ইলিয়াস শেখ, সদস্য ইব্রাহিম হোসেন,জাকির হোসেন, লিটন ইসলাম, আঃ কুদ্দুস, সুজন ইসলাম, বেল্লাল মাঝি প্রমুখ।
আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ ইতালিতে বসবাসরত যুব সমাজের কর্ম সংস্থান সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করার অঙ্গিকার ব্যক্ত করেন। দেশে লাশ পাঠানোর ব্যাপারেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও প্রতিশ্রুতি দেন।বক্তারা আরো বলেন বাংলাদেশ থেকে নবাগত ইতালি প্রবাসীদের প্রশিক্ষণ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন তারা ।
আলোচনা অনুষ্ঠানের পর কাউন্সিলের মধ্য দিয়ে পূরাণ কমিটি বিলুপ্তী ঘোষনা করেন নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। প্রধান নির্বাচন কমিশনার মনোয়ার হোসেন সভাপতি হিসেবে শাহজাহান হাওলাদার চুন্নু ও সাধারণ সম্পাদক হিসাবে শেখ মুজিবুরের নাম ঘোষণা করেন। এছাড়াও মনোয়ার হোসেনকে সিনিয়র সহ সভাপতি, সানাউল্লাহ সানিকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটিও ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নব নির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক সহ কমিটির সকলকে শুভেচ্ছা জানান । এবং তারা প্রত্যাশা করেন এই সংগঠন আগামীতে প্রবাসীদের কল্যানে ব্যপক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।
সংগঠনের নেতৃবৃন্দ শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি জমকালো অভিষেক অনুষ্ঠান কর্মসূচী ঘোষণা করার প্রতিশ্রুতি দেন।
