ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের নেতারা নতুন বছরে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, ইংরেজি নতুন বছর হোক আনন্দের এবং সাফল্যের।
তারা সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনেরও অঙ্গীকার করেন। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এটা নিয়ে আওয়ামীলীগ পরিচ্ছন্ন নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত হবে বলেও মন্তব্য করেছেন তারা।
পদ্মা সেতু মেট্রোরেল সহ শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিপুল উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
আগামী দিনে ইতালি আওয়ামীলীগকে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তোলারও প্রত্যাশা তাদের।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ইটালি আওয়ামী লীগের সম্মেলন পরিস্থিতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ ফকির, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন এবং গেল বছর অনুষ্ঠিত ইতালি আওয়ামীলীগের সম্মেলনে নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
