ধর্ষণে অভিযুক্ত বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি বহিষ্কার

বিতর্কিত নানা কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্র। সবশেষ ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরে রোববার (২৫ মে) এই আদেশ আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, গত ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সবুজ আকনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা। অভিযুক্ত সবুজ মামলার বাদীর আপন ছোট বোনের জামাতা।

মির্জা ফখরুল সেজে ফেসবুকে এমপি মনোনয়ন দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, সবুজ আকনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। মামলা দায়েরের পর বাদী ও ভিকটিম অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান অভিযোগ করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি সবুজ আকন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। ভিকটিম স্কুলছাত্রীর বাবার মৃত্যুর পর স্ব-পরিবারে গৌরনদী উপজেলার নানা বাড়িতে বসবাস করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ