দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতল বাংলাদেশ

ক্রিকেটে তিন সংস্করণের কোনোটিতেই এতদিন দক্ষিণ আফ্রিকায় কোনো জয় ছিল না বাংলাদেশের। জয়খরা ঘুচল অবশেষে।

সেঞ্চুরিয়নে প্রথম ওডিআইতে বাংলাদেশ ৩৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে।

সেই জয়ের রেশ মিলিয়ে না যেতেই আজ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে। আজ দুপুর ২টায় স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম বাহিনী।  আজ জয় পেলে সিরিজ বাংলাদেশের মুঠোয়।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচে টসে জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি নির্বাচকরা।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ—

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ