দ্বিতীয় সর্বাধিক রান করে দ্বিতীয় সেরা জয় অজিদের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের দ্বিতীয় সর্বাধিক ৪৩১ রান করেছিল অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৭৬ রানের রেকর্ড জয়ও পেয়েছে অজিরা। তবে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে প্রোটিয়ারা।

ওয়ানডেতে এর আগে অস্ট্রেলিয়ার সর্বাধিক রান ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৪। রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়টা ৩০৯ রানে ২০২৩ সালে এসেছিল ডাচদের বিপক্ষে। এবারের জয়টি দ্বিতীয় সর্বাধিক রানের।

রোববার ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় তিন সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে বিশাল ওই রান করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড এবং অধিনায়ক মিশেল মার্শ ওপেনিং জুটিতে ৩৪.১ ওভারে ২৫০ রান তোলেন। হেড ১০৩ বলে ১৪২ রান করে ফিরে যান। তিনি ১৭টি চার ও পাঁচটি ছক্কা মারেন।

মার্শ ১০৬ বলে খেলেন ১০০ রানের ইনিংস। তার ব্যাট থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কা আসে। তিনে নামা ক্যামেরুন গ্রিন ৫৫ বলে হার না মানা ১১৮ রান যোগ করেন। তিনি ছয়টি চার এবং আটটি ছক্কার শট খেলেন। অ্যালেক্স কেরি ৩৭ বলে খেলে ৫০ রান করেন। সাতটি চার মারেন তিনি।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। চারে নামা টনি ডি জর্জি ৩০ বলে ৩৩ এবং ছয়ে নামা ডেওয়াল্ড ব্রেভিস ২৮ বলে ৪৯ রানের ইনিংস খেললেও ২৪.৫ ওভারে ১৫৫ রানে অলআউট হয়।

প্রোটিয়াদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন ২২ বছর বয়সী অজি বাঁ-হাতি স্পিনার কুপার কনলি। তিনি ৬ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জাভিয়ের বার্টলেট ও শেন অ্যাবোট নেন দুটি করে উইকেট।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ