দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছ। ভোগান্তি ছাড়াই পারাপার হলেও দৌলতদিয়া প্রান্তে ভাড়া নিয়ে অভিযোগ তুলেছেন যাত্রীরা।

শুক্রবার (২৯ এপ্রিল) দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, রাজধানী ছেড়ে আসা হাজার হাজার মানুষ দৌলতদিয়া ঘাট দিয়ে নিজ গন্তব্যে ফিরছেন।

প্রতিটি ফেরি ও বাসে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়া লঞ্চগুলোতেও ছিল ভিড়। সব ফেরি থেকেই নামতে দেখা গেছে মোটরসাইকেল। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অটোরিকশা মালিক সমিতির সভাপতি নাঈম মোল্লা বলেন, ‘এই রুটের নিয়মিত চালকরা বেশি ভাড়া নিচ্ছে না। অন্যান্য জেলা থেকে অনেক নতুন গাড়ি ঢুকছে। তারা এই রুটের নিয়মিত না, তারা বেশি ভাড়া নিলেও নিতে পারে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে এখন ২০টি ফেরি চলাচল করছে। এখন পর্যন্ত ফেরি পারাপারের জন্য কোনো যানবাহনকে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়নি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ