ফিলিস্তিনের গাজা দখল পরিকল্পনা এগিয়ে নিয়ে ফিলিস্তিদের হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সঙ্গে হামাসের সঙ্গে যাতে কোনো ধরনের সমঝোতা না হয়, সেই চেষ্টা করছে দখলদার রাষ্ট্রটি। এই প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে মঙ্গলবার হামলা করা হয়। এ অবস্থায় কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার ওয়াশিংটনে ছুটে যান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। খবর -আলজাজিরা
এদিকে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাতারে হামলার ঘটনায় নিন্দা উঠেছে। বৈঠকে সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ ১৫ সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তবে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।
গাজায় এক পরিবারের ১৪ জন নিহত: গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নিয়ে শুক্রবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক পরিবারেরই রয়েছে ১৪ জন। গত ২৩ মাসে নিহত হয়েছেন ৬৪ হাজার ৬৫৬ জন এবং এক লাখ ৬৩ হাজার ৫০৩ জন আহত হয়েছেন। ইসরায়েল গাজা দখলের প্রক্রিয়া বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছেন নেতানিয়াহু।
ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজা শহরের উত্তরাঞ্চলে একটি বাড়িতে হামলায় একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন। প্রতিবেদন অনুসারে, আল-সুলতান পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এবং হতাহতের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসকরা ১৪ জনকে মৃত ঘোষণা করেন। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়েছেন।





