ডেস্ক রিপোর্ট: আগামী পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্বোধন হতে যাচ্ছে ইতালির রাজধানী রোমে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানসম্পন্ন ” দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের। বর্ণাঢ্য ঐ উদ্বোধনী অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান, ভারতের রাষ্ট্রদূত নীনা মালহোত্রা ছাড়াও এবার আমন্ত্রণ জানানো হলো শ্রীলংকার রাষ্ট্রদূত মিস্টার jagath wellawatta কে। স্কুলের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, প্রিন্সিপাল সঞ্জয় কুমার সাহা আনুষ্ঠানিকভাবে শ্রীলংকার রাষ্ট্রদূতের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
এসময় শ্রীলংকার রাষ্ট্রদূত রোমে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন এই স্কুলে ইতালি প্রবাসী শ্রীলংকার আগামী প্রজন্মের শিশু কিশোররাও পড়াশোনা করতে পারবে। রাষ্ট্রদূত স্কুলের পাঠদান প্রক্রিয়া জেনে খুশি হন।
চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন স্কুলটিতে আন্তর্জাতিক মান বজায় রেখে পড়াশোনা করা হবে বলে আশ্বস্ত করেন এবং বলেন, ভবিষ্যতে এই স্কুলটিকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে তাদের।
