দশ-পনেরোটা সিনেমা করতে পারতাম: মিম

কখনো হ্রদের ধারে নির্জন রিসোর্টে, চারপাশে সবুজের সমারোহ, তার মাঝে মিমের হাসিমাখা মুখ। কখনও আবার সুইমিংপুলে নির্ভার জলকেলি, কখনও পাহাড়ের পাদদেশে সূর্যাস্তের রঙে রাঙা বিকেল। এমন সব ছবিতে ভরে থাকে বিদ্যা সিনহা মিমের সামাজিক মাধ্যম। কখনও বর সনি পোদ্দারের সঙ্গে, কখনওবা একা। কখনও দেশে-বিদেশে।

দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ফেসবুক পেজের ফলোয়ার এখন সাড়ে ছয় মিলিয়নেরও বেশি। পেজটিতে ঢুঁ দিলেই অনুরাগীরা টের পান মিম জীবনকে কতটা উদযাপন করছেন। প্রায় প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন, সেই ছবি আবার সেখানে প্রকাশ করছেন।

প্রকাশ করছেন দেশসেরা নানা প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের ফটোশুটের ছবি ও রিলস ভিডিও। স্বামীর সঙ্গেও নানা মুহূর্তের ছবি প্রকাশ করে জানিয়ে দিচ্ছেন দাম্পত্য জীবনেও সুখে ভরপুর রয়েছে তাঁর জীবন। তবুও অনুরাগীদের এতে মন ভরছে না। নতুন সিনেমার খবর না আসায় অতৃপ্ত তারা।

২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এতে অনন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। এই সিনেমার মাধ্যমেই মিম যে অনবদ্য অভিনেত্রী তার প্রমাণ দিয়েছেন। অথচ পরাণের পর মিমকে আর তেমন সিনেমায় দেখা যায়নি। পরাণের পর একই নির্মাতার দামাল এবং এরপর দীপংকর দীপনের অন্তর্জাল সিনেমায় দেখা গেলেও মিমকে পরাণের মতো করে পাওয়া যায়নি। অতৃপ্ত বাসনা নিয়েই মিমের সঙ্গে যোগাযোগ।

পরাণের পর সিনেমার খবরে মিম কেন নীরব? সে উত্তর দিয়েছেন নায়িকা। মিম বললেন, ‘আমি ইচ্ছে করলেই পরাণের পর ১০-১৫টা সিনেমা করে ফেলতে পারতাম। সেগুলো ততটা মানের হতো না। ও রকম কাজ আমি করবও না। আমি ভালো কাজের অপেক্ষা করছি। যখন ভালো কিছু হবে, তখন সবাই জানবেন।’

বছরে ডজনখানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করাই শ্রেয় বলে মনে করেন মিম। তাঁর ভাষ্য ‘কেউ চাইলেই যে আমি সিনেমা করব বিষয়টি কিন্তু এমন না। সিনেমার ক্ষেত্রে তো সবকিছু আমার মনমতো হওয়া লাগবে। তবেই না আমি সিনেমা করব। আমি মনে করি, নিম্নমানের সিনেমার চেয়ে না করা ভালো। দর্শকদের প্রত্যাশা নষ্ট করার কোনো মানে হয় না।’

গেল কয়েক মাসে মিম প্রায় অর্ধ-ডজনের মতো সিনেমার চিত্রনাট্য পড়েছেন। আনন্দের কথা হচ্ছে এর মধ্যে অধিকাংশ সিনেমার গল্প মিমের ভালো লেগেছে। কথা চলছে বেশ কজন নির্মাতার সঙ্গে। ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই নতুন কোনো চমকের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।

চলচ্চিত্রের নায়িকা হলেও মিম দেশসেরা মডেল। দেশের বড় বড় সব প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। বলা হয় তারকাদের মধ্যে দেশের সবচেয়ে বেশি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পালন করছেন মিম। প্রতি মাসেই নতুন নতুন পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত থাকতে হয় তাঁকে। নভেম্বরের শুরুর দিকে মার্জারের নতুন একটি বিজ্ঞাপনের শুট করতে মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে তাঁর। ফেরার পরই আসতে পারে মিমের নতুন কোনো সিনেমার খবর। সেজন্য অনুরাগীদের অপেক্ষায় হবে আরও কিছুদিন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ