তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় শীতের আমেজ বিরাজ করছে। সোমবার ভোরে তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়সহ তেঁতুলিয়াবাসী।

সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।

স্থানীয়রা বলেন, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, শীত এসে গেছে বোঝা যায়।

এদিকে শীতের আগমনকে কেন্দ্র করে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজার ঘুরে দেখা গেছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সমকালকে বলেন, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ