তৃতীয় সন্তানের বাবা হলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বাবা হওয়ার খবর দিয়েছেন।

একই ছবি শনিবার তার স্ত্রী শেখা বিনতে সাঈদ বিন থানি আল মাকতুম নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। খবর খালিজ টাইমের।

এ খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ ফলোয়ার আনন্দ প্রকাশ করেছেন।

২০২১ সালের ২১ মে যমজ সন্তানদের বাবা হন ক্রাউন প্রিন্স। যমজ সন্তানদের নাম রশিদ ও শাইখা। সেই সময় শেখ হামদান খুশির খবরটি ঘোষণা করতে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

শেখ হামদান নিয়মিত সন্তানদের সঙ্গে বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

তিনি যমজ সন্তানদের সঙ্গে উটের দৌড়, ঘুড়ি ও বাজপাখি উড়ানোর ছবিও পোস্ট করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ