তুরস্ক-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগে: এরদোগান

তুরস্ক ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন যুগের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে বুধবার সৌদি সফরে যান এরদোগান। তার এ সফরকে দুদেশের মধ্যকার টানাপোড়ের অবসানের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। খবর ইয়েনি শাফাক ও আরব নিউজের।

সৌদি সফরে যাওয়ার আগে কামাল আতাতুর্ক বিমানবন্দরে এরদোগান বলেন, সৌদিতে আমার সফরের মূল ফোকাস হচ্ছে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্কের সূচনা করা।

দুই নেতার বৈঠকের পর তুরস্ক প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়ানো এবং সব ধরনের উন্নয়নের সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হবে।

গত মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে, রিয়াদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হচ্ছে প্রেসিডেন্ট এরদোগানের এই সফর।
রিয়াদ সফরে গেলে এরদোগানকে বরণ করে নেন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ