ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্কে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যে বৈঠক হওয়ার কথাছিল তা নির্ভর করছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর।
জেলেনস্কি আরও বলেন, আলোচনা হতে হবে ফলপ্রসূ। রোববার রুশ ক্ষেপণাত্রের হামলায় তিন মাসের শিশুসহ আট ইউক্রেনীয় নাগরিক নিহতের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ওই ক্ষেপণাত্র হামলা চালায় রুশ বাহিনী। তবে হামলায় কোনো বেসামরিক লোক মারা যায়নি বলে দাবি করছে রাশিয়া। খবর ডেইলি সাবাহর।
এর আগে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, রুশ-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের একমাত্র উপায় হচ্ছে আলোচনা।
এ জন্য তিনি দুই দেশকে ইস্তানবুলে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটকে এ ব্যাপারে অবহিত করেন এরদোগান।
তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রুশ-ইউক্রেন যুদ্ধ দ্রুত থামানো প্রয়োজন। তুরস্ক বিবদমন দেশ দুটিকে শান্তি আলোচনায় বসার তাগিদ দিয়ে আসছে।