খুলনার তিন প্রতিষ্ঠানে অবৈধ মজুদ অবস্থায় ২ লাখ ৪৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে র্যাব-৬। এ সময় মজুদের দায়ে এসব প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অবৈধভাবে তেল মজুদের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানকালে সিটি ব্যাংক গলির পাশে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুদ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলীপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুদ পাওয়া যায়। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুদ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যাতে ভবিষ্যতে এ সংকট তারা তৈরি করতে না পারে এজন্য জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, তিন প্রতিষ্ঠানে অবৈধ তেল মজুদ রাখায় তাদের জরিমানার পাশাপাশি সঠিক মূল্যে তেল বিক্রির জন্য বলা হয়েছে।