তালেবানের হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের সেনাঘাঁটিতে বুধবার স্থানীয় তালেবানের হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

তীব্র গোলাগুলির সময় ছয় সেনা নিহত হন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে।

এদিকে, এক বিবৃতিতে টিটিপি দাবি করেছে, ওই হামলায় ৩০ জনের বেশি সেনা নিহত কিংবা আহত হয়েছেন।

অবশ্য জঙ্গিরা প্রায়ই তাদের অর্জনকে একটু বাড়িয়ে প্রচার করে। অন্যদিকে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কমিয়েই জানায়।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় যাওয়া তালেবান আর পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের উৎপত্তি একই জায়গা থেকে হলেও বর্তমানে তারা ভিন্ন ভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ