তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলে (এডিআইজেড) চীনের ২৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। মঙ্গলবার এ অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়টি জানিয়েছে, অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলো বিভিন্ন ধরনের ছিল। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা যুদ্ধবিমান।
চলতি বছরের মধ্যে মঙ্গলবার তাইওয়ানে তৃতীয় সর্বোচ্চ যুদ্ধবিমান পাঠাল চীন। এর আগে গত মাসে তাইওয়ানের আকাশসীমায় ৩০টি যুদ্ধবিমান পাঠিয়েছিল দেশটি। সিএনএন।