সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে একটি রেস্তোরাঁর কর্ণধার মাইক রিখটার সঙ্গে ভারতের সংগীতশিল্পী মোনালি ঠাকুরের পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব-প্রেম। পরে ২০১৭ সালে বিয়ে করেন তারা। কিন্তু বেশকিছুদিন হল গুঞ্জন- ভেঙে যাচ্ছে তাদের ৯ বছরের সংসার। তবে সম্পর্কের ভাঙার খবর নিয়ে এখনও মুখ খোলেননি তারা।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি নজর কেড়েছে সবার। তবে পোস্টের বিষয় দেখে অনেকেরই অনুমান, গায়িকা হয়ত বা এভাবেই তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণ তুলে ধরলেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি প্রতীকী ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে ‘কারণ’ লেখাটা দেখে অনেকেরই মনে হয়েছে মোনালির সংসার ভাঙার কারণ হয়ত শারীরিক ও মানসিক নির্যাতন।
মোনালি ও মাইকের ঘনিষ্ঠ জনের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, ‘বছরের পর বছর ধরে চলা নানা ঘটনায় তাদের মধ্যে অনেক কিছু বদলে গেছে। এখন আর কেউ তাদের দাম্পত্য জীবন নিয়ে কথাও বলেন না। দু’জন মানুষের মধ্যে দূরত্ব তৈরি হলে বিয়ের ক্ষেত্রে এমন পরিণতি হয়।’ প্রতিবেদনে আরও বলা হয়, মাইককে আনফলো করেছেন মোনালি। সোশ্যাল মিডিয়ায় স্বামী-স্ত্রী একে অপরকে আনফলো করা সতর্কবার্তা বলা চলে।