ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ৮ জনই ঢাকার বাইরের

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

ঢাকা মহানগর এলাকায় মৃত একজন ছাড়াও ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে দুজনের; খুলনা বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগে মারা গেছে একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০০ রোগী, যাদের মধ্যে ১২৯৬ জনই ঢাকার বাইরের।

সবমিলিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জনে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪ জনের।

এ বছর সারাদেশে যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৯৯৭ জন; আর ঢাকার বাইরে এই সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬৬৭ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৯২১ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭৫২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬১৬৯ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হয় হাসপাতালে। অক্টোবরের ছয়দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ২৫৮ জন রোগী।

বাংলাদেশে জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম পাঁচদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ