‘ডাক’ মারলেন সাকিব, বিপর্যয়ে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুড়ে দিতে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন তামিম ইকবাল।

কিন্তু তিনি নিজেই সেই পরিকল্পনার অংশ হতে পারলেন না।  মাত্র ১ রানেই সাজঘরে ফিরে গেলেন বাঁহাতি ওপেনার।

প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারির বলটি লাফিয়ে ওঠে।  ব্যাটে-বলে হয়েনি তামিমের। তার গ্লাভসে লেগেই লেগে বল উঠে যায় আকাশে, শর্ট কভারে দাঁড়িয়ে সহজেই সেটি তালুবন্দি করেন কেশভ মহারাজ।

গত ম্যাচে ধীর গতিতে ৪১ রান করলেও আজ চার বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন তামিম।

তামিমের পর দ্রুতই সাজঘরে ফেরেন গত ম্যাচসেরা ব্যাটার সাকিব আল হাসান।  গত ম্যাচে ৭৭ রান করা সাকিব এবার রানের খাতা খুলতেই পারলেন না।  ৬ বল মোকাবিলা করে এক রানও যোগ করতে পারেননি এ অলরাউন্ডার।  রাবাদার পেসে পরাস্ত হয়ে ডাক মারলেন।

এ নিয়ে ক্যারিয়ারে ১২তম ডাক তথা শূন্য রানে আউট হলেন সাকিব।  সাকিবের পর আউট হয়ে গেলেন গত ম্যাচের ফিফটি হাঁকানো লিটন দাসও।  শুরুতেই ৩ উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান। ক্রিজে ৬ রানে ব্যাট করছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ