ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো যুবকের

রংপুরে চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পরে জেলার বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।’

 

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেন বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে দুই তরুণ সেলফি তুলতে ছাদে উঠেন। ট্রেনটি ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে ছিটকে পড়েন তারা। এসময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানতে জিআরপি পুলিশ কাজ করছে। যতদূর জেনেছি, নিহত যুবকের সঙ্গে আরেকজন ছিল, সেও দুর্ঘটনার কবলে পরেছে। কিন্তু তার হদিস মেলেনি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ