ট্রাম্পের নির্বাচনী প্রচার নিয়ে যা বললেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও মডেল মেলানিয়া ট্রাম্প অবশেষে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে মেলানিয়াকে ট্রাম্পের সঙ্গে কমই দেখা যায়। ট্রাম্পের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায়।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ৫৩ বছর বয়সি সাবেক ফার্স্ট লেডি বলেন, অপেক্ষায় থাকুন।

২০২২ সালের নভেম্বরে প্রচারণা শুরু করেন ট্রাম্প। তখন থেকেই লোকচক্ষুর আড়ালে মেলানিয়া। এমনকি গত বছরের মার্চে যখন ট্রাম্পকে প্রথমবার অভিযুক্ত করা হয়, তখনও পাশে ছিলেন না তিনি।

৭৭ বছর বয়সি এই ব্যবসায়ী গত বছর এনবিসি নিউজকে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার বিষয়ে বলেছিলেন, খুব শিগগিরই। তার ব্যাপারে ট্রাম্প বলেছিলেন, তিনি দুর্দান্ত একজন ব্যক্তি, খুব আত্মবিশ্বাসী এবং আমাদের দেশকে খুব ভালবাসেন। ট্রাম্প আরো জানান, দূষিত ক্ষমতার রাজনীতি থেকে তাকে ইচ্ছাকৃতভাবেই দূরে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ