টেবিল টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশ

টেবিল টেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশ। মঙ্গলবার মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালকদের অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে শ্রীলংকাকে ৩-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতেন বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম বম ও নাফিজ ইকবালরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বর্ণপদক জেতা বাংলাদেশ টেবিল টেনিস দলকে উৎসাহ দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শেখ আবুল কালাম আজাদ। অনেক বাংলাদেশি প্রবাসী খেলা দেখেন। দেশে-বিদেশে এর আগে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশের টিটি খেলোয়াড়রা।

এবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করার পাশাপাশি দক্ষিণ এশিয় জুনিয়র টিটিতে জিতলেন স্বর্ণ। ফেডারেশনের সহ-সভাপতি মালে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিভিন্ন টুর্নামেন্টে দেখতাম অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজছে জাতীয় পতাকা উড়ছ। এবার আমার দেশের জাতীয় সঙ্গীত বাজল। লাল-সবুজ পতাকা উড়ল মালদ্বীপে। আনন্দে  উদ্বেল আমরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ