যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক স্কুলে বন্দুক হামলায় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।
বিবিসি জানায়, গতকাল রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেন জো বাইডেন। পাশাপাশি ওইদিনের হামলা থেকে বেঁচে যাওয়াদের সঙ্গেও দেখা করেন তিনি।
পরে তারা স্থানীয় একটি চার্চে উপস্থিত হন। এ সময় চার্চের বাইরে বিক্ষোভকারীরা অস্ত্র নিয়ন্ত্রণে কিছু করার দাবি জানান। এর প্রতিত্তুরে জো বাইডেন বলেন, তিনি কিছু করবেন।
গত ২৪ মে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী এক তরুণের গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২ জন বয়স্ক মানুষ মারা যায়। নিহত সব শিক্ষার্থীর বয়স ১০ বছরের কম।
এ ঘটনার পরে নিরাপত্তা বাহিনীর অবহেলা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। কারণ স্কুলে হামলার পরে হেল্প লাইনে ফোন দেওয়ার পরেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলের ভেতরে প্রবেশ করেনি। বরং তারা আরো নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য বাইরে অপেক্ষা করছিলেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের এ ধরনের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল বলে এক সংবাদ সম্মেলনে তা স্বীকার করেছিলেন টেক্সাসের পুলিশ প্রধান।
মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, ওই দিনের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবহেলা ছিল কি না তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হবে।
চলতি বছরের মাত্র পাঁচ মাসে দুই শতাধিক ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে। ম্যাস শুটিং হচ্ছে যেখানে বন্দুক হামলাকারী ছাড়া চার জন বা এর বেশি মানুষ মারা যায়।