টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

এশিয়া কাপে ব্যাট হাসেনি মুশফিকুর রহিমের। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। সঙ্গে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ক্যাচ মিস, ক্যাচ নিয়েও রিভিউ না নিতে পারার ব্যর্থতা সমালোচনার পাল্লাকে আরও ভারি করেছে।

আর এমন সমালোচনার মধ্যে দেশে ফিরেই ক্রিকেটের এই খুদে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন মি. ডিপেন্ডেবল।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাট ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও কুড়ি ওভারের ফ্রাঞ্চাইজি লিগ খেলে যাবেন মুশফিক।

তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

প্রসঙ্গত, মুশফিকের আগে এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ৫০ ওভারের ফরম্যাট ও টেস্ট ক্রিকেট খেলছেন নিয়মিত।

১০২টি টে-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক।  টেস্ট ও ওডিআইয়ের মতো ভালো পরিসংখ্যান নেই তার কুড়ি ওভারের ফরম্যাটে।

১৯.৭৮ গড়ে ৭২ স্ট্রাইকরেটে ১৫০০ রান করেছেন তিনি।  এতে অর্ধশতক রয়েছে ৬টি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ