বিশ্বকাপের প্রথম পর্বে ‘এ’ গ্রুপের খেলায় আজ মুখোমুখি নেদারল্যান্ডস ও শ্রীলংকা। ম্যাচটি দাসুন শানাকাদের জন্য বাঁচামরার লড়াই। জয়ছাড়া অন্য কোনো বিকল্প নেই লংকানদের হাতে। হারলেই বিশ্বকাপের বিদায় ঘণ্টা বেজে যাবে এশিয়ান চ্যাম্পিয়নদের।
এমন সমীকরণের কার্দিনিয়া পার্কে ম্যাচে ডাচদের বিপক্ষে লড়াইয়ে নেমেছে শ্রীলংকা।
টস ভাগ্য সহায় হয়েছে লংকানদের। কয়েন নিক্ষেপ করলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কল করলেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। বললেন টেইলস। কয়েন মাটিতে পড়ার পর দেখা গেল টেইলসই উঠেছে।
আর টস জিতেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা।
প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। আর একটি ম্যাচ হেরে পুরোপুরি খাদের কিনারায় শ্রীলংকা।
শ্রীলংকা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন